Friday, September 29, 2017

এসিও কি ?

এসিও হচ্ছে  এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি আপনার সাইটকে সবার কাছে উপস্থাপন এর জন্য তুলে ধরতে পারেন।  এসিও পুরো অর্থ দাঁড়ায় সার্চ ইঞ্জিন optimization . যার অর্থ হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট বা প্রোডাক্টকে মার্কেটিং করার মাধ্যম। ভাবছেন কি করে আপনার ওয়েবসাইট এ মানুষ চিনবে ? না, আপনাকে দেয়াল লিখন, লিফলেটে বিলি,পত্রিকা বা টি.ভি তে প্রেস রিলিজ দেয়ার প্রয়োজন নাই। চিন্তার কোনো কারণ নাই, এসিও এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি ট্রাফিক পেতে পারেন ফ্রি, পেইড বা এডিটোরিয়াল এর মাদ্ধমে ট্রাফিক পেয়ে যাবেন।





ভাবছেন কি করে এ সি ও করবেন ? কত প্রকার ? তাহলে চোখ ৱাখুন আমার পরবত্তী পোস্ট এর দিকে।

নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো শিগগির।

Fiverr Gigs

2 comments:

  1. apnar ei post amar onek valo lagse.apnar ei post theke ami onek kisu shikhte & jante parsi. aro new post er jonno opekhay roylam.

    https://www.fiverr.com/tuhinahamed

    ReplyDelete
  2. Your post is so good for accounting student

    ReplyDelete